আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট উদ্যোগে হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হিমোফিলিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান মেন্টাল হেল্থ বিষয়ক সেমিনার শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, চট্টগ্রাম বন্দর নগরীর উত্তর কাট্টলি হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, সম্মানিত অতিথি ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে স্বাগত ভাষন প্রদান করেন লায়ন রোকেয়া হক। হিমোফিলিয়া রোগীদের হাতে গভর্নরের মাধ্যমে চেক হস্তান্তর করে ফাউন্ডেশনের চেয়ারম্যান ছকিনা বেগম। আরো উপস্থিত ছিলেন লায়ন আবু মোরশেদ, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন তারেক কামাল, লায়ন শওকত হাসান খান চৌধুরী, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন জিল্লুর রহমান এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন মেজবাহ উদ্দিন, লায়ন হাবিবুর রহমান লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন মো. জাহেদ হোসেন, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন নিয়াজ চৌধুরী, লায়ন জাবেদ ইসলাম, লায়ন মো. শোয়েব, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও সাইফুন্নেছা খানম তাজরিন, লিও আবদুল্লাহ্ জাহির নাজিব, লিও তৌহিদ হোসেন রিহাব, লিও মাসহুর ইয়াসফি প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ বলেন হিমোফিলিয়া রোগীরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা ও সবার সহানুভূতি।
রক্তপাত নয়, মানবতার বন্ধনেই হোক তাদের জীবনের নিরাপত্তা। অনুষ্ঠানে শতাধিক রোগীকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন মানবিক সেবা প্রদান করা হয়।