আগামী ১৭ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গোলটেবিল আলোচনা শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা। সামাজিক মানবাধিকার কর্মী, শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনসমূহের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে এ আলোচনা সভায় উঠে আসবে বাস্তব চিত্র, করণীয় ও সুপারিশমালা।
এই সভার সফল আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন শিশু বন্ধ খেতাবপ্রাপ্ত মানবাধিকার সংগঠক মোহাম্মদ আলী। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি জাতীয় সংকট। একে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জরুরি। তাই এই আলোচনায় সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
উল্লেখ্য, এই গোলটেবিল আলোচনার আয়োজন করছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। এতে অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
আয়োজকরা আশা করছেন, এই সভার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর নীতিমালা ও বাস্তবসম্মত সমাধান বেরিয়ে আসবে।
Leave a Reply