নিজস্ব প্রতিবেদক :
নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার শিক্ষার্থীরা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ+সহ শতভাগ পাশ করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু, সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী, হাফেয মাওলানা ইবরাহীম সিদ্দিকী, মাওলানা এম সোলাইমান কাসেমীসহ সম্মানিত পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাগণ মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের দাখিল পরীক্ষার রেজাল্টে এ+ ৫জন, এ গ্রেড ৬জন এ-৪জন পেয়ে ১০০% পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। উত্তীর্ণ সকল শিক্ষার্থী, তাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।