আহমদ ছফা’র বহুমাত্রিক কর্ম ও জীবনে ৭১এর মুক্তিযুদ্ধ, এর পরবর্তী দেশ, সমাজ ও জাতির নানা অসংগতি, অনিয়ম ধরা পড়েছে। নজরুলের মতো চির উন্নত শির এই ইস্পাত কঠিন মানুষ এক কর্মযোগী মানব। তাঁর সৃষ্টি আর্ন্তজাতিকভাবে স্থান পেয়েছে। আহমদ ছফার মেধা ও কর্মকে সবাই ধারণ করতে পারে না আর যারা পারে তারাই সাহিত্যের প্রকৃত সমঝদার।
বাংলা সাহিত্যের দিকপাল, স্বাধীনচেতা লেখক, চট্টগ্রামের কৃতি সন্তান আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে “আহমদ ছফা ও তাঁর লেখালিখিজীবন” শীর্ষক আলোচনা সভা গত ২৮ জুলাই সন্ধ্যা ৬.৩০ টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির সাবেক উপাচার্য প্রফেসর এম. সিকান্দার খান, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট প্রাবন্ধিক, নাট্যকার, কবি অভীক ওসমান, ডায়মন্ড সিমেন্ট এর জেনারেল ম্যানেজার, আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র মো. আবদুর রহিম, আহমদ ছফার উপর দুটি প্রবন্ধপাঠ করেন প্রাবন্ধিক, কবি অরুণ শীল ও লেখক গবেষক সোহেল মো. ফখরুদ-দিন, স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবু, বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক একরাম হোসেন। কবি সোমা নিন্দিনী মুৎসুদ্দির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক স্লোগানের নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ, স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের জেনারেল সেক্রেটারি হাজী মোঃ আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হাজী মোঃ বেলাল মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি, গল্পকার আলমগীর ইমন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক কবি নূরুল হুদা চৌধুরী, কবি কুতুব উদ্দিন বখতিয়ার, সংগীতশিল্পী সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, জালাম উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, বিশিষ্ট লেখক, সাংবাদিক বিপুল বড়ুয়া, সংগঠক মো. কামাল উদ্দিন, স্বাধীন এর ভাইসচেয়ারম্যান পদমর্যাদার সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী ইভান, লেখক, গল্পকার আহমেদ মনসুর, কবি আলমগীর হোসেন, কবি আসিফ ইকবাল।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সোহেল ফখরুদ-দিন। সকলে সমস্বরে জাতীয় সংগীত পালন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মাইলস্টোন স্কুলের শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
Leave a Reply