সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ডে দুর্ঘটনা কবলিত গাড়ির আঘাতে বিদ্যু উন্নয়ন বোর্ডে খুটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যু সঞ্চালন বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে বিদ্যুৎ সঞ্চালনে ক্ষতিগ্রস্ত খুটি সংস্কার করে বিদ্যুৎ বিতরন বিভাগ। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়িটি নিতে আসলে বিদ্যুতের ক্ষতিপূরন বাবদ ৯৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেয় বিদ্যু উন্নয়ন বোর্ড। কিন্তু অর্থের পরিমান অধিক হওয়ায় বিদ্যু উন্নয়ন বোর্ডের ধার্যকৃত অর্থ পরিশোধে অপরাগত দেখিয়ে গাড়ি মালিক চলে যায়। এ পরিস্থিতিতে গাড়িটি আটকা পড়ায় পরের দিন গাড়ি মালিক বিদ্যুৎ বিভাগের দ্বরস্ত হয়। এক পর্যায়ে প্রথম দিনে ধার্যকৃত অর্থ কমিয়ে ৪৫ হাজার পরিশোধ করেছেন বলে জানান গাড়ি মালিক পক্ষ।
তারা বলেন,‘ গাড়িটে দুর্ঘটনা কবলিত হয়ে খুটিতে আঘাত করেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও বিভিন্ন ক্ষতি দেখিয়ে ক্ষতিপূরনে ৯৫ হাজার টাকা দেখালে তা পরিশোধে করা সম্ভব হয়নি। পরের দিন অনুরোধের পর ৪৫ হাজার টাকা পরিশোধে গাড়িটি ছাড়া পায়।
এদিকে, প্রথম দিনের জরিমানার সাথে পরের দিনের জরিমানায় অসামঞ্জস্য হওয়ায় ক্ষতিপূরন আদায় প্রশ্ন হয়ে পড়ে। ৯৫ হাজারের হিসাবের স্থলে ৪৫ হাজার টাকা ক্ষতিপূরন আদায়ের ঘটনা অগোচওে থেকে যায়। কর্তৃপক্ষের মনগড়া সিদ্ধান্তে সরকারীসম্পত্তি ক্ষতির মুখে পড়েছে। গ্রাহকের উপর অতিরিক্ত চাপ কমাতে বিদ্যুৎ কর্তৃপক্ষ ক্ষতিপূরন পরিমান কমানোর সিদ্ধান্তে উপনিত হয়েছে।
এ বিষয়ে সহকারী প্রকৌশলী এখলাস উদ্দিন বলেন,‘ দুর্ঘটনাটি অনিচ্ছকৃত হওয়ায় ক্ষতিপূরন আদায়ের ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়। তাই প্রথম দিনের সাথে পরের দিনের হিসেবে পরিবর্তন হয়েছে বলে জানান তিনি।