1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেট্রোপলিটন, ইউনাইটেড স্টার্স ও লিজেন্ড ক্লাবের উদ্যোগে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর হাঙ্গার কার্যক্রমের উদ্ভোধন ও রাতের খাবার বিতরণ সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জামেয়া মহিলা কামিল মাদরাসার আলিম-২৫ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭, কমেছে জিপিএ-৫ জেলা সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খানের জন্মদিন উদযাপন চট্টগ্রামে ‘নবযাত্রা’র চতুর্থ বর্ষে দুইদিনব্যাপী ‘জাতীয় নবযাত্রা টিউন ফেস্ট সীতাকুণ্ডে এইচ এস সি ফলাফলে বাড়বকুন্ড শীর্ষে বান্দরবান ৮ দফা দাবিতে ছাত্র পরিষদ’র সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা “তারুণ্যের স্বপ্নে – Our Manifesto, Our Future”

মন্ট্টিয়লে গ্লোবাল এলায়েন্স এটরোসিটি এন্ড ভায়োলেন্স অন হিউমেনিটি’র উদ্দ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন।

  • সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩০৫ পঠিত

মোহাম্মদ জাবেদ, কানাডাঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে কানাডার মন্ট্রিয়াল শহরে। ২৩ ফেব্রুয়ারি স্থানীয় পার্ক ভিউ রিসেপশন হলে স্থানীয় সময় সন্ধ্যা ৫:৩০টায়। অনুষ্টানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বরেণ্য ব্যক্তিত্ব নিউইয়র্ক থেকে আগত সংগঠনের এক্সিকিউটিভ,সংগীতশিল্পী, আলামিন বাবু, আরও ছিলেন
সংগঠনের অন্যতম এক্সিকিউটিভ, হিউস্টন টেক্সাস থেকে নাহিদা নাসের , সুদূর ফ্রান্স থেকে অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এম.এ কাসেম। একুশ এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রসঙে আলোচনা, আয়োজনের মুখ্য বিষয।এছাড়া আবৃতি, নাচ, গানের পরিবেশনা ছিল ।আল-আমিন বাবুর পরিচালনায় ,অমর কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” পরিবেশনা ,রিসেপশন হলে আবহ সৃষ্টি করে।
এই শুভ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ,নোবেল বড়ুয়া, প্রণব দাস, জুয়েল আহমেদ, দেবপ্রিয়াকর রুমা, আশা মনি, দিপান্বীতা মৎসুদ্দি, সপ্তর্ষি বড়ুয়া, অবন্তিকা বড়ুয়া, ছোট্ট সোনামণি মেধা বড়ুয়া ও তৌফিকুর রহমান রাঙ্গা। নৃত্য পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা দীপান্বিতা মুৎসুদ্দি। এক্সিকিউটিভ নাহিদা নাসেরর ঘোষণার মাধ্যমে সংগঠনের আন্তর্জাতিক ও কেন্দ্রীয় কমিটির পরিচিতি ছিল এক বিশেষ পর্ব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্মানিত সুধী অনাররি এক্সিকিউটিভ C.B sing , ইমিগ্রেশন লয়ইয়ার, হিউমান রাইট একটিভিসট william sloan,বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । উদিচির সভাপতি ডঃ সৈয়দ সাখাওয়াত, বাংলাদেশ সোসাইটি অব কানাডার সভাপতি শরিফ উল্লাহ। নারী উদ্যোক্তা খাইরুন নাহার দীপা , সেক্রেটারি কানাডা আওয়ামী লীগ ইতরাদ জুবেরী সেলিম। প্রেসিডেন্ট কুইব্যাক আওয়ামীলীগ মুন্সি বশির, প্রেসিডেন্ট কানাডা আওয়ামী লীগ ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান।
এক্সিকিউটিভ আ-স-ম ইসমাইল।
প্রতিটি বক্তারা তাঁদের মূল্যবান বক্তৃতায় বাংলাদেশ তথা দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার উপর আলোকপাত করেন এবং নতুন সংগঠনের সফলতা কামনা করেন। প্রতিশ্রুতি দেন যেকোন পরিস্থিতিতে সংগঠনের পাশে থাকবেন। সংগঠনের কার্যক্রমের উপর আলোকপাত করেন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং মূলধারার রাজনৈতি ব্যক্তিত্ব Global Alliance Against Atrocity and Violence on Humanity, এর প্রেসিডেন্ট ইসরাত আলম।বক্তৃতায় বলেন বর্তমানে সংবাদপত্রের স্বাধীনতা নেই , অনলাইনে উত্তেজনামূলক বিদ্বেষ ছড়ানোর জন্য পিনাকীর বিরুদ্ধে ফ্রান্সের আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সংগঠনের এক্সিকিউটিভ আল-আমিন বাবু ও নাহিদা নাসের ইয়াসমিন জোরালো বক্তব্য রাখেন ইউনুস ইউনূসের পদত্যাগ দাবি করেন।
অনুষটানের গ্র্যান্ড স্পন্সর রিয়েল এস্টেট এজেন্ট রাসেল মির্জা এবং স্পন্সার শানু আলম Tim Hortons। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অতিথিদের পার্ক ভিউ রিসেপশন হলের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট