1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানাডা (ইনক)’র অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্টিত। মনু মিয়ার কবর খনন -শায়ের মুহাম্মদ আকতার উদ্দীন পদত্যাগের গুঞ্জন: প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম রাউজানে আল্লামা আব্দুল মালেক শাহ (রহ.)-এর ১৬তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত ভাইয়ের হাতে ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক বাঘাইছড়িতে ইমাম মুয়াজ্জিনদের দিনব্যাপী ও রিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত ইশরাকের মেয়র হিসেবে শপথে আর বাধা নেই: হাইকোর্টের রায় লিটারে ৩৫ টাকা তেলের দাম বাড়ালো টিসিবি শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গাড়ি চালকের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

  • সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪৯ পঠিত

জামশেদুল ইসলামঃ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একজন গাড়ি চালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাংবাদিক গাজী গোফরান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হলরুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও মানবাধিকার অ্যালায়েন্স। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাংবাদিক গাজী গোফরান বলেন, আমি নিজে একজন সংবাদকর্মী হয়েও আজ আপনাদের সামনে উপস্থিত হলাম সিডিএ’র একজন দূর্নীতিবাজ কর্মচারীর রোষানল থেকে নিজেকে রক্ষা করার জন্য। এই দূর্নীতিবাজ কর্মচারী মহিউদ্দিন বিগত আওয়ামী স্বৈরশাসকের দোসর হলেও এখনো বহাল তবিয়তে রয়েছেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকে অব্যাহত মামলা-হামলার হুমকি এবং সর্বশেষ গাড়িচাপায় হত্যা চেষ্টা আমার জীবনকে বিষিয়ে তুলেছে। পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করতেছি।

সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ সিডিএ’র গাড়ি চালক মহিউদ্দিনের অপরাধ কর্মকাণ্ডকে উসকে দিচ্ছেন জানিয়ে সাংবাদিক গাজী গোফরান বলেন, খুবই দুঃখজনক একটি অপ্রিয় সত্য যা শুনলে আপনারা হতবাক হবেন, আমার বিরুদ্ধে মহিউদ্দিন যেসব ষড়যন্ত্রের বীজ বপন করতেছেন সেসব ঘৃণ্যতম কাজে অনৈতিক সুবিধা নিয়ে সহযোগিতা করে যাচ্ছেন কয়েকজন সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। এমনকি মহিউদ্দিনকে উস্কে দিয়ে বলা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা করলে তারা সহযোগিতা করবেন, মামলা নেওয়ার জন্য ওসিকে সুপারিশ করবেন। যার প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে। এর চাইতে লজ্জার কোন বিষয় সাংবাদিক সমাজের জন্য হতে পারে না, জীবনের সমস্ত ঘৃণা নিক্ষেপ করলাম তাদের প্রতি। আমি প্রেসক্লাবের সদস্য নই বলে অনৈতিক সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে অপরাধীকে সহযোগিতা করা শুধু বৈষম্য নয় সেটা নিজের পেশাকেও কলংকিত করা বলে মনে করি।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে গাজী গোফরান বলেন, দূর্নীতিবাজ কর্মচারী মহিউদ্দিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে আমার জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, সিডিএ চেয়ারম্যান, দুদক এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। যাতে আমি স্বাভাবিকভাবে অপরাধীর রক্তচক্ষু উপেক্ষা করে সমাজের সমস্ত অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এবং নির্যাতিতের পক্ষে কলম ধরতে পারি।

প্রসঙ্গত, সাংবাদিক গাজী গোফরান অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’-এর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। গত ২১ মার্চ ‘সময়ের কন্ঠস্বর’ পোর্টালে “সিডিএর ড্রাইভার মহিউদ্দিন, ঘুষের টাকায় বিলিয়নিয়ার!” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে গত ২ এপ্রিল, মঙ্গলবার, রাত আনুমানিক ৮টার দিকে তিনি কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। বাকলিয়া থানার কালামিয়া বাজার মোড়ে পৌঁছালে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আ.হ.ম. মিছবাহ উদ্দীনের জন্য বরাদ্দকৃত সরকারি পাজেরো জিপ (চট্টমেট্রো- ঘ-১১-১২৯৬) ব্যবহার করে চালক মোহাম্মদ মহিউদ্দিন তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। জিডিতে আরও বলা হয়, তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মহিউদ্দিন তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় একই দিন জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গাজী গোফরান। পরবর্তীতে, গত ৭ এপ্রিল তিনি সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের কাছে লিখিত অভিযোগ জমা দেন। সিডিএ কার্যালয়ে অভিযোগ গ্রহণকালে চেয়ারম্যান মনোযোগ সহকারে বিষয়টি শোনেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সিডিএ সচিব রবীন্দ্র চাকমাকে ঘটনা তদন্ত করে অভিযুক্ত চালক মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট