মনীষা ছোট বেলায় ঈদের দিন ভোরে বাবা হারিয়ে ফেলেন ,এক হতদরিদ্র পরিবারের জন্ম নেওয়া মনিষার মা মনোয়ারা বেগম পাচঁটি মেয়ে নিয়ে পড়ে যায় বিপদে , দীন মজুর বাবা তেমন কিছু রেখে যেতে পারিনি তাদের জন্য। মনীষার মা পড়ে যায় আর্থিক সংকটে বাচ্চাদের পড়াশুনা খাবার নিয়ে মহা সংকটে পড়ে যায় কিছু ধানী জমিতে চাষ করে আর উপায় না দেখে বিয়ের ক্লাববের বিয়ের অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ করেছে। আর্থিক সংকটে থাকার পরও মেয়েদের পড়ালেখা বন্ধ করেনি ,না খেয়ে স্কুলে যাওয়া তাদের জন্য স্বাভাবিক ব্যাপার। নিদারুণ কষ্ট তাদের মা মেয়েদের পড়ালেখা বন্ধ করেনি। মনীষা পড়া লেখায় ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন ,প্রথম শ্রেণী থেকেই ক্লাসে রোলনং ১ থাকতো। আর্থিক সংকট ,বাবা হারা ,ছোট বেলা থেকে অনেক কিছু সুবিধা থেকে ববঞ্চিত হয়েও পড়ালেখায় কখনো মন খারাপ করেনি।
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন ২নং ওয়ার্ড পদ্ম পুকুর পাড় নিবাসী মরহুম মফজল আহমেদ ও মনোয়ারা বেগমের কনিষ্ঠ কন্যা ফজিলাতুন্নেছা মনিষা চরখিজির পুর হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে A+ পেয়েছে।
Leave a Reply