চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সোহেল মো. ফখরুদ-দীন রচিত ‘আমাদের পৃথিবী’ গ্রন্থের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। লেখকের পিতা বর্ষীয়ান শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আলী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সম্প্রতি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মাওলানা মঞ্জিলে ‘আমাদের পৃথিবী’র মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন লেখকের মাতা শামসুন নাহার আলী, লেখকের স্ত্রী মিসেস সাজেদা বেগম, সাজিদ আলী প্রকাশনার প্রোপ্রাইটর শামসুদ্দীন রাজু, ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন প্রমুখ। মোড়ক উন্মোচন করে শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আলী বলেছেন, সভ্যতা বিনির্মাণে সুশিক্ষার বিকল্প নেই। আমাদের সকলকে জাতি, দেশ ও পৃথিবীকে বাঁচিয়ে রাখতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে। মানুষকে জানতে হবে এই পৃথিবীর ইতিহাস-ঐতিহ্য।
Leave a Reply