নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল সংলগ্ন এলাকায় টেম্পো (টুকটুকি) উল্টে নাজিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৭ জুলাই) দুপুরে এন. মোহাম্মদ প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যাত্রী নাজিম উদ্দিন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
তিনি বোয়ালখালীর সারোয়াতলী এলাকার বাসিন্দা জানা যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মিরাজ বিনতে মোস্তফা বলেন, ‘স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজন ব্যক্তিকে নিয়ে আসেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
Leave a Reply