1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম প্রেসক্লাব থেকে ৪০ সাংবা‌দিক বহিস্কার। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু জাফর! সীতাকুণ্ডে তেলবাহী ভাউচারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু রাঙ্গুনিয়া অধ্যায়ের ইতি, চট্টগ্রাম-৮ এ ফিরল পুরোনো পরিচয় বাঘাইছড়িতে মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ক্লাসরুমের দেয়ালে পোড়া স্মৃতি -শাহিদা জাহান ঋণ নিয়ে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ সহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতা ঘরে চুরি সিনহা হত্যাকারী ওসি প্রদীপের বোনের সংখ্যালঘুর উপর আক্রমনের নাটকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাঁশখালীতে ডিসি আগমন উপলক্ষে রাতারাতি সড়ক নির্মাণ

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৮ পঠিত

জামশেদুল ইসলাম চৌধুরীঃ

সরাসরি মঞ্চের কাছে ডিসি ফরিদা খানমের গাড়ি নেওয়ার ব্যবস্থা করতেই তৈরি করা হয় প্রায় ২০০ ফুট দীর্ঘ সড়ক।
চারপাশে তখন বৃষ্টি, কাদায় ভরে আছে স্কুল মাঠ। অথচ রাতভর চললো নির্মাণকাজ। ইট-বালু আর শ্রমিকের ব্যস্ততায় বদলে যেতে থাকে বাঁশখালীর একটি স্কুলের চেহারা। কেন? কারণ সকালে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম! তার গাড়ি যেন কাদামাটিতে আটকে না যায়, সেজন্য রাতারাতি ২০০ ফুটের একটি অস্থায়ী সড়ক বানিয়ে দিল উপজেলা প্রশাসন, একটি স্কুলের খেলার মাঠের বুক চিরে।
ডিসির কয়েক ঘণ্টার সফর ঘিরে এক রাতেই খরচ হলো লাখ টাকা, মাঠে ঢুকলো ১৩ হাজার ইট, ২০ ট্রাক বালি, আর ৩৩ জন শ্রমিক। শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলো না খেয়ে, শুধু একজন সরকারি কর্মকর্তাকে অভ্যর্থনা জানাতে।


বিদ্যালয়ের প্রধান ফটক মূল সড়কের পাশেই থাকলেও মাঠে কাদা থাকায় সরাসরি মঞ্চের কাছে গাড়ি নেওয়ার ব্যবস্থা করতেই তৈরি করা হয় প্রায় ২০০ ফুট দীর্ঘ অস্থায়ী এই সড়ক। এতে ব্যবহার করা হয় প্রায় ১৩ হাজার ইট, ২০টি ট্রাক বালি এবং ৩৩ জন শ্রমিক। কাজ চলে রাতভর বৃষ্টির মধ্যেও। ব্যয় হয় প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে বিস্ময় ছড়ায়। মঙ্গলবার সকালে হঠাৎ মাঠে সড়ক দেখে অনেকেই হতবাক হয়ে পড়ে। এ নিয়ে অভিভাবকদের মধ্যেও দেখা দেয় অসন্তোষ, বিশেষ করে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রেখে জেলা প্রশাসককে বরণ করা জন্য।শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন তারা ডিসি স্যারের আগমনের অপেক্ষায়। দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষুধা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই পকেটের টাকা খরচ করে নাস্তা কিনে খেতে হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ গণমাধ্যমকে বলেন, ‘ডিসি মহোদয়ের গাড়ি যাতে প্রবেশ করতে পারে, সে জন্যই মাঠে অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। এটি প্রশাসন করেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ নয়। আমার স্কুলকে এ বিষয়ে জড়াবেন না।তবে উপজেলা প্রশাসনের ব্যাখ্যা খানিকটা ভিন্ন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘এই সড়ক শুধু ডিসি মহোদয়ের জন্য নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্যও করা হয়েছে। এটি মাঠের মাঝখানে নয় এবং আলাদা কোনো ব্যয় হয়নি। একটি প্রকল্পের আওতায় কাজটি করা হয়েছে।’
তবে স্থানীয়রা বলছেন, মাত্র কয়েক ঘণ্টার একটি সরকারি সফরের জন্য স্কুলের খেলার মাঠে এমন স্থায়ী ক্ষতির কী দরকার ছিল—তা নিয়েই উঠছে প্রশ্ন। কেউ কেউ বলছেন, ‘ডিসি এলেন কয়েক ঘণ্টা, মাঠ গেল বছরের জন্য!’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট