বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। জাতীয় সংগীত, এক মিনিট নীরবতা ও বিএমএসএফের নিজস্ব সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের।
বক্তব্য রাখেন—ট্রাস্টি বোর্ড সদস্য মোস্তাক আহমেদ খান, রফিকুল ইসলাম, আমির হোসেন,,বীর মুক্তিযোদ্ধা ও যমুনা টিভির সাংবাদিক দুলাল সাহা,দ্য এক্সাম্পল সম্পাদক মিজানুর রহমান মোল্লা,,সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, জসীম উদ্দীন চাষী, জহুরুল হক জহির,,সাবেক যুগ্ম সম্পাদক ড. তাওহীদ হাসান, খোকন আহমেদ হীরা,গাউছ উর রহমান, সৈয়দ খায়রুল আলম, শফিকুল ইসলাম,
নুরুল হুদা বাবু, তারিক লিটু, জাকির হোসেন, শাহাদাত হোসেন শাওন-আজাদ হোসেন আওলাদ মিয়া, ইসহাক চৌধুরী, হাসনাত তুহিন,মোঃ সাদ্দাম গনি, মোস্তাফিজুর রহমান মিরাজ,মুশাহিদ আলী, ইউসুফ আলী খান, নাজমুল হক”ভুইয়া কামরুল হাসান সোহাগ এবং সাংবাদিক-গবেষক এস এস রুশদী। সঞ্চালনা করেন মোঃ আল মাসুম খান।
বক্তাদের বক্তব্যে উঠে আসে:~বিএমএসএফ হলো একমাত্র ট্রাস্টি বোর্ড পরিচালিত সাংবাদিক সংগঠন। আর্থিকভাবে দুর্বল হলেও সংগঠনটি নিয়মিত নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। সাংবাদিক সুরক্ষা আইন, নিয়োগ নীতিমালা ও বেতন কাঠামো বাস্তবায়ন এখন সময়ের দাবি। ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার ও গণমাধ্যম কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান। সভাপতির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন:_“১৩ বছর ধরে সংগঠনটিকে সন্তান হিসেবে আগলে রেখেছি। পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সামনের দিনগুলোতে আরও শক্তিশালী ও কার্যকরভাবে সাংবাদিকদের পাশে থাকবো।”
বিএমএসএফ-এর ভবিষ্যৎ অঙ্গীকার: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারি চাপ,,নিয়োগ ও বেতন কাঠামো বাস্তবায়ন,নির্যাতিত সাংবাদিকদের আইনি ও আর্থিক সহায়তা,,সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ,,বিভাগভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা,,দেশে-বিদেশে সাংবাদিকদের অধিকার নিয়ে সোচ্চার কণ্ঠস্বর,,বক্তারা বলেন, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হলে প্রান্তিক সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। বিএমএসএফ অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
Leave a Reply