এম এস শ্রাবণ মাহমুদ:
রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন এর মনাইয়ের টেক এলাকায় রাস্তার পাশে মাদ্রাসার পেছনে একটি গ্যারেজের ভেতর থেকে সিএনজি চুরির ঘটনা ঘটেছে।
গত রবিবার (২৭ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে।
জানাযায় গাড়ির মালিক মহিউদ্দিন এবং তার ভাই, গাড়ির চালক সারাদিন সিএনজি চালিয়ে গত শনিবার (২৬ জুলাই) রাতে ড্রাইভার মোঃ ফয়সাল তার গাড়ি রাখার নিদিষ্ট গ্যারেজের ভেতরে রেখে চলে যান
গত রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখে তার সিএনজিটি নেই।
অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিস না পেয়ে এ ব্যাপারে
কাউখালী থানায় অভিযোগ করলে পুলিশ বলেন, সিএনজিটি চুরির রহস্য উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।
এ-নিয়ে হতাশ মহিউদ্দিন ও তার পরিবার, তার একমাত্র উপার্জনকৃত এই গাড়ি, এই গাড়ি সে এবং তার পরিবার কিস্তির মাধ্যমে নিয়েছেন, যার মূল্য পরেছে ৯ লক্ষ টাকা, তার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ হলেও বাকি রয়েছে অনেক (কিস্তি) টাকা।
এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার পরিবার।
Leave a Reply