মানুষের জীবনে কিছু অভিজ্ঞতা এমন থাকে যা তাকে সত্যিকার উপলব্ধি ও মূল্যবোধ শেখায়। ঠিক তেমন দুটি জায়গা কারাগার ও হাসপাতাল।
একজন মানুষ যখন কারাগারে বন্দী অবস্থায় দিন কাটায়, তখনই সে উপলব্ধি করতে পারে বাইরের পৃথিবীর মুক্ত হাওয়া কতটা দামী। তখনই বোঝা যায় স্বাধীনতা কেবল একটি শব্দ নয়, বরং এক অমূল্য সম্পদ।
আর যখন মানুষ হাসপাতালের বিছানায় অসুস্থ হয়ে কাতরায়, তখন সে হৃদয় দিয়ে উপলব্ধি করে সুস্থ শরীরই মানুষের সবচেয়ে বড় সম্পদ।
দুনিয়ার মানুষ অনেক কিছু চায় সম্পদ, খ্যাতি, সম্মান। কিন্তু কারাগারের নির্জনতা আর হাসপাতালের কষ্ট তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, “স্বাধীনতা ও সুস্থতা – এই দুটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত!”
তাই প্রতিটি মানুষের উচিত
মুক্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা
সুস্থ অবস্থায় বেশি বেশি ভালো কাজ করা
অসুস্থ ও বন্দীদের প্রতি সহানুভূতিশীল হওয়া
যে কারাগার যায়, সে বোঝে মুক্তির দাম।
যে হাসপাতাল যায়, সে বোঝে সুস্থতার কদর।
আর যে আল্লাহকে চেনে, সে বোঝে সব নিয়ামতের মূল উৎস একমাত্র তিনি। জীবনের প্রতিটি পর্বে কৃতজ্ঞ থাকুন, কারণ অনেকেই আপনার এই মুহূর্তের মতো নিঃস্বাধীন বা অসুস্থ।” আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা ও হেদায়েতের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দেন। আমিন।
Leave a Reply