মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি। ৩০ আগষ্ট শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকার ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য
সচিব আবদুচ সাত্তার রনি এ ঘটনাকে “ন্যক্কারজনক ও ঘৃণ্য”আখ্যা দিয়ে বলেন, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চাকে ধ্বংস করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না৷ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি অভিযোগ করেছে, বিকাশ নুরের নেতৃত্বাধীন গণধিকার পরিষদের সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গণধিকার পরিষদ আসলে একটি মুখোশধারী সন্ত্রাসী সংগঠন, যারা বিদেশি স্বার্থে কাজ করছে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভবিষ্যতে জানানো হয়েছে, তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে সন্ত্রাসীরা প্রতিহত হয়েছে এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বিবৃতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আরও উল্লেখ করেছে, জনগণ ও নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রতিরোধই এ ধরনের বিদেশি এজেন্ট ও সন্ত্রাসীদের চিরতরে রুখে দিতে সক্ষম হবে।
একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মো: নুরুচ্ছফা সরকার ও আবদুচ সাত্তার রনি সহ দক্ষিণ জেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply