সিনিয়র স্টাফ রিপোর্টার:
কোমলমতি হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর চট্টগ্রামে প্রথম অডিশন শুরু হয়েছে।
৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিরোনামে চট্টগ্রাম মহানগরীর কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত তারতীলুল কুরআন জমিরিয়া মাদ্রাসায় প্রাঙ্গণে রেজিস্ট্রেশন পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
স্বনামধন্য তারতীলুল কুরআন জমিরিয়া মাদ্রাসার আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এই অডিশন চলছে সারাদিন।
সরেজমিনে মাদ্রাসা গিয়ে দেখা যায়, প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে মাদ্রাসার মিলনায়তনে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। প্রতিযোগীদের পদচারণায় মাদ্রাসা প্রাঙ্গণে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিন বলেন এ বছর উপজেলা ভিত্তিক অডিশন পর্বে হাফেজদের নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে।
অডিশনে উত্তীর্ণ হাফেজদের নিয়ে পরবর্তীতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মান্যগণ্য আলেম-ওলামা, বিশিষ্ট লেখক কলামিস্ট ও সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিতি দেখে ভালো লাগছে। আগামী ফাইনাল অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী জানান, প্রতিযোগিতায় প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে
১০-১৫ বছর পড়ুয়া হাফেজরা। প্রথম অডিশনে উপস্থিতি দেখে আমার মন ভরে গেল। আগামী ফাইনাল অডিশনে সবার উপস্থিতি কামনা করছি।
পটিয়া রিয়াজুল উলুম বালক বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত দৈনিক দেশবার্তাকে বলেন, এখানে এসে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন করার জন্য
ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাই।
অডিশনে বিচারক হিসেবে ছিলেন হাফেজ ক্বারী মাওলানা শফিউল্লাহ, হাফেজ ক্বারী মাওলানা আতাউল্লাহ আজাদী, হাফেজ ক্বারী মাওলানা মুফিজ, হাফেজ ক্বারী মাওলানা শিবলী, হাফেজ কারী মাওলানা ইন্তেজামুল্লাহ সহ বরেণ্য হফেজরা।
এই অডিশনটি সি প্লাস-এ দেখানো হবে।
পরে, এক মনোমুগ্ধকর পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন মোজাহের উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. শাহাদাত হোসেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কল্পলোক আবাসিক এলাকার সভাপতি ডা: মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন সাগর, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মতলবুর রহমান হায়দার, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রাশেদ সুলতান, মাওলানা জুবায়ের উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিশেষ দ্রষ্টব্য:- ৫ পারা গ্রুপের ১৫ জন এবং ১০ পারা গ্রুপের ১৫ জন। মোট ৩০ জনকে ইয়েস কার্ড ও ক্রেস্ট ও হুসনে ছাওদ বিভাগে ১৫ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
Leave a Reply