আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বাদ আছর মারিশ্যা ইউনিয়ন ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মারিশ্যা ইউনিয়ন বিএনপি ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ওমর আলীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতী সোলাইমান খাঁন।
আয়োজকরা জানান, মোঃ ওমর আলী উপজেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার জন্মদিনে দোয়া মাহফিলের মাধ্যমে নেতা ও কর্মীরা কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন।
Leave a Reply