1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক শিব্বির আহমেদ ওসমান এর বিবৃতি হাদির মৃত্যুতে উত্তাল চট্টগ্রাম, নিরাপত্তা জোরদার নিউ সান পাবলিক স্কুলে মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ফল প্রকাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী বাংলা ভাষা পরিষদ কেন্দ্রীয় সদস্য হিসেবে নিবন্ধন পেলেন মোঃ ফেরদাউস আলম সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তার ঘিরে নতুন প্রশ্ন?হামলার দিন কী ভূমিকা ছিল সাদ্দাম হোসেনের কোতোয়ালীতে সাজা এড়াতে পলাতক মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার পতেঙ্গায় র‌্যাবের ভয়াবহ মাদকবিরোধী অভিযান চার কোটি পঞ্চাশ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক সমুদ্রে কোস্ট গার্ডের ডাবল স্ট্রাইক ৬ কোটি টাকার জাল ৫৩ জেলে আটক ট্রলার জব্দ

হাদির মৃত্যুতে উত্তাল চট্টগ্রাম, নিরাপত্তা জোরদার

  • সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ পঠিত

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ, নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ; আটক ১২। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বন্দর নগরী চট্টগ্রামে তীব্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা দুই নম্বর গেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন জুলাই আন্দোলনের কর্মী-সমর্থকরা। বিক্ষূদ্ধ ছাত্র জনতা পুলিশি বাঁধা উপেক্ষা করে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান, ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ‘ছাত্র-জনতা’র ব্যানারে একদল তরুণ অবস্থান নেয়। হাদির মৃত্যুর প্রতিবাদে তারা আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেয়। প্রথম দফায় পুলিশ তাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর আবার মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে বিক্ষোভকারী ছাত্র জনতা হাইকমিশন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিক্ষোভকারীদের অবস্থানের কারণে খুলশী এলাকার গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাদির মৃত্যুর প্রতিবাদে রাত ১১টার পর নগরের দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা এগুতে থাকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যায়। সেখানে প্রথমে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

পাঁচলাইশ থানার ওসি জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছেন এবং পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, “প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ ছিল। পরে একটি উচ্ছৃঙ্খল দল ইট-পাটকেল নিক্ষেপসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আটক ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনপ্রিয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

এদিকে হাদির মৃত্যুকে ঘিরে সারারাত ধরে বিক্ষোভের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন ও কার্যালয় ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) ভোর থেকে সহকারী হাইকমিশন ও আশপাশের এলাকা ঘিরে দেখা গেছে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যদের সতর্ক অবস্থান। নগরের খুলশীতে সড়কের একপাশ বন্ধ করে কয়েকশ গজ বেষ্টনী দিয়ে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুরো এলাকা জুড়ে ওড়ানো হয় ড্রোন।

এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট।

বর্তমানে নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট