1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা সীতাকুণ্ডে রেললাইন হতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘সিএমপি কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতা–২০২৫’ আসুন স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করি – লায়ন মোঃ আবু ছালেহ্ এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গণবন্ধু নুরুল হক নুরের রাজনৈতিক জীবন ও উত্থান -মহিউদ্দীন কাদের মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। আনোয়ারায় কুসুমকলি আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘাইছড়িতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত সিএমপি’র চকবাজার থানার চেষ্টপোস্ট কার্যক্রমে ১৮ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

ইসলামের মর্মবাণী শান্তি ও সুন্দর চরিত্রের শিক্ষা দেয়, এখানে উগ্রবাদ বা জঙ্গীবাদের স্থান নেই। -আলাউদ্দিন চৌধুরী

  • সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ পঠিত

দি এশিয়া  ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায়  “উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক এবং ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক প্যানেল আলোচনা সভা” ওমরগণি এম.ই.এস কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বর ২২, ২০২২ এ আয়োজিত প্যানেল আলোচনা সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলাউদ্দিন চৌধুরী  খুলশী থানার ইন্সপেক্টর (তদন্ত) শহীদুর রহমান এবং আ.ন.ম সরওয়ার আলম ,অধ্যক্ষ, ওমরগণি এম.ই.এস. কলেজ,নাসিরাবাদ, চট্টগ্রাম।। প্যানেল আলোচনা সভাটি সঞ্চালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের প্রোগাম অফিসার মো: নাসির উদ্দীন।

সভার আলোচক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলাউদ্দিন চৌধুরী বলেন, “ভদ্রতা, ন¤্রতা ও সহিষ্ণু আচরণ আল্লহর বিশেষ নেয়ামত, যে ব্যাক্তি মানুষের প্রতি সহিষ্ণু হতে পারেনা সে কখনো প্রকৃত মুসলিম হতে পারেনা।” তিনি বিভিন্ন হাদিস ও কুরানের আয়াতের রেফারেন্স দিয়ে বলেন যে, শেষ বিচারের দিন সৎ চরিত্রের ব্যক্তির আমল নামার পাল্লা বেশি ভারী হবে, অতএব উগ্রবাদ ছড়িয়ে কেউ সৎ চরিত্রের অধিকারী হতে পারে না। শেষে তিনি মহানবী (সঃ) এর বিদায় হজ্জের ভাষণ মনে করিয়ে দিয়ে বলেন, মহানবী আমাদের ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গিয়েছেন। ইসলামের মর্মবাণী শান্তি ও সুন্দর চরিত্রের শিক্ষা দেয়, এখানে উগ্রবাদ ও জঙ্গীবাদের স্থান নেই। এই শান্তির ধর্র্ম কখনোই উগ্রবাদের কথা বলে না।  তিনি আরও বলেন, কাউকে হত্যা করে জান্নাত নসীবের কথা আল্লাহর নবী শিক্ষা দিয়ে যায়নি।

খুলশী থানার ইন্সপেক্টর (তদন্ত) শহীদুর রহমান বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে উগ্রবাদ বা সহিংস উগ্রবাদ প্রতিহত করা সম্ভব নয়।” তিনি বিশেষ করে তরুন ও যুবাদেরকে উগ্রবাদীদের ব্যাপারে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান। কাউকে সন্ধেয় মনে হলে এ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তরুন ও যুবাদের এগিয়ে আসার জন্য বলেন।

ওমরগণি এম.ই.এস কলেজ -এর অধ্যক্ষ জনাব আ.ন.ম সরওয়ার আলম বলেন, সঠিক জ্ঞান চর্চা, খেলাদুলা, শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুবাদের আরো বেশি যুক্ত করার মাধ্যমে সমাজ থেকে সমূলে উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিহত করা সম্ভব।

প্যানেল আলোচনা সভায়, ওমরগণি এম.ই.এস কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ১০০ জন উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট