1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে ফের গমের চালান, স্বাগত জানালেন রাষ্ট্রদূত ব্যারিস্টার নাজিরের সম্বর্ধনায় ভিসি প্রফেসর ড. এ.এম সারওয়ারউদ্দিন চৌধুরী: মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে লেখক সম্মাননা এ্যাওর্য়াড পেলেন পটিয়ার আলমগীর আলম। সাংবাদিকের কাজে বাধা দিলে জেল-জরিমানা: ইসির বিশেষ পরিপত্র জারি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে চসিক: মেয়র ডা. শাহাদাত বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত: মাইজভাণ্ডারে ১২০তম ওরশ সম্পন্ন বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণের ৩০তম বর্ষ উপলক্ষে অভিনন্দন আনোয়ারা প্রেস ক্লাবের ইতিহাস সম্বলিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ‘B For Bangladesh’-এর মানবিক প্রয়াস: এক বেলার আহার ৪.০

ফ্লাইট ভোগান্তিতে পড়বে চট্টগ্রামের ৫ লাখ প্রবাসী

  • সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৪৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক তিনটি এয়ারলাইন্সের ফ্লাইট গুটিয়ে নেওয়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের প্রায় পাঁচ লাখ প্রবাসী। বর্তমানে চট্টগ্রামভিত্তিক যাত্রীদের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাতায়াত করতে হচ্ছে। এতে নিরবচ্ছিন্ন হচ্ছে না ভ্রমণ, পাশাপাশি বাড়তি সময় লাগছে, খরচও বেশি হচ্ছে। উল্টো পোহাতে হচ্ছে ভোগান্তি।

 

ব্যাপক চাহিদা থাকার পরও গত ৮ মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট গুটিয়ে নেয় ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। এর আগে জানুয়ারিতে বন্ধ হয়ে যায় কুয়েতভিত্তিক জাজিরা এয়ারলাইন্স।

 

২০০৭ সালে চট্টগ্রাম-মাস্কট রুটে সরাসরি ফ্লাইট চালুর কার্যক্রম শুরু করে ওমান এয়ার। যার ফলে মধ্যপাচ্যের দেশ ওমানে অবস্থানরত চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের যাতায়াত সুবিধাও অনেকটা বৃদ্ধি পায়। শুরুর দিকে সপ্তাহে পাঁচদিন ফ্লাইট পরিচালনা করলেও পরবর্তীতে প্রতিদিনই ফ্লাইট চালু করে এয়ারলাইন্সটি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পরিচালিত হওয়া ওমান এয়ারের বেশিরভাগ যাত্রী জেদ্দা ও মধ্যপ্রাচ্যগামী। এতদিন ওমান এয়ারে করে চট্টগ্রাম থেকে সরাসরি ওমানের মাস্কট হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেতে পারতেন যাত্রীরা।

 

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে বন্ধ হয়ে যায় কুয়েতভিত্তিক জাজিরা এয়ারলাইন্স। এটিও চট্টগ্রাম থেকে কুয়েত সরাসরি ফ্লাইট পরিচালনা করতো। এর আগে বন্ধ হয়ে যায় কুয়েত এয়ারওয়েজও। তাতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম অঞ্চলের যাত্রীরা। কারণ আগে তারা বন্ধ হয়ে যাওয়া বিমানে ওমান-চট্টগ্রাম ও কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইটে যাওয়া-আসা করতেন। এখন তাদের ঢাকা হয়ে চট্টগ্রামে ফিরতে হচ্ছে। তাতে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে প্রচুর সময় এবং আর্থিক ক্ষতি হচ্ছে। অথচ সরাসরি ফ্লাইট চালু থাকলে তাদের একদিকে সময় বাঁচতো, অন্যদিকে ভোগান্তিও কম হতো।

 

এছাড়া ফ্লাইট বন্ধের কারণে আলোচ্য দেশগুলোতে বিমান ভাড়াও তুলনামূলক বেড়ে গেছে। শুধু তাই নয়, ফ্লাইট বন্ধে প্রভাব পড়েছে ওমরার টিকিটেও। চট্টগ্রামের অনেক ওমরাযাত্রী এসব বিমান ব্যবহার করতেন। কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য এয়ারলাইন্সগুলোর ওমরা টিকিটের দাম বৃদ্ধি করে ফেলে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত দিয়ে একসময় বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেতো। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- থাই এয়ার, কুয়েত এয়ার, ফুকেট এয়ার, রাস আল খাইমা (আরএকে) এয়ার, সিল্ক এয়ার, ভারতভিত্তিক স্পাইসজেট বিমান, ওমান এয়ার, কুয়েতভিত্তিক এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ। কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় এসব আন্তর্জাতিক ফ্লাইট। বর্তমানে এ বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ার এরাবিয়া, সালাম এয়ার ও ফ্লাই দুবাই।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট