1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরসরাইয়ে নুরুল আমিন চেয়ারম্যানকে বহিষ্কার করায় তীব্র ক্ষোভ সৃষ্টি। চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক  শিক্ষার্থীকে সংবর্ধনা পাকিস্তানের জাতির পিতাদের আমাদের উপর চাপানো কেনো? নারী শিক্ষার প্রসার ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবুজে ঢাকা হাটহাজারী: বিএনপির উদ্যোগে এক হাজার বৃক্ষরোপণ ও আলোচনা সভা সম্পন্ন মন্দির ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে অটোরিকশা চুরি শারজাহ্তে যান্ত্রিক ত্রুটির কারণে ৪ ঘণ্টা ধরে বিমানে যাত্রী আটকা বাঁশখালীতে ডিসি আগমন উপলক্ষে রাতারাতি সড়ক নির্মাণ সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশ গ্রহন করতে দিতে হবে— একেএম নূরুল বশর সুজন। লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও জন্মবার্ষিকী উদযাপন

বাইশারীতে ডাকাতি কালে অস্ত্রসহ এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা, গুলিবিদ্ধ ২

  • সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৩ পঠিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ডাকাতি কালে ছৈয়দ করিম (৪০) নামের এক ডকাতকে আটক করতে সক্ষম হয় জনতা। এ সময় ডাকাতের গুলিতে মকতুল হোসেন (৪০) ও মোঃ আলী (৫৫) নামের স্থানীয় দুই জন গুলিবিদ্ধ হয়।

রবিবার (০৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ধাবন খালী পাড়া সংলগ্ন মোঃ সেলিম কোম্পানির রাবার গোডাউনে ডাকাতি কালে অস্ত্রসহ এ ডাকাতকে আটক করতে সক্ষম হয় জনতা।

আটককৃত ডাকাত ছৈয়দ করিম (৪০) কক্সবাজার জেলাধীন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ড করলিয়ামুরা (জালাল চেয়ারম্যান’র রাস্তার মাথা) এলাকার মৃত কাসেম আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে বাইশারী ইউনিয়নস্থ ৭ নং ওয়ার্ড ধাবন খালী মার্মা পাড়া সংলগ্ন মোহাম্মদ সেলিম কোম্পানির রাবার গোডাউনে অস্ত্রে সজ্জিত  একদল ডাকাত গোডাউনের পাহারাদারদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রাবারের বান্ডিল ও সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গোডাউন পাহারায় নিয়োজিত স্টাফদের চিৎকার চেঁচামেচির শব্দে এবং সেহরির সময় স্থানীয় লোকজন সড়ক দিয়ে আসা যাওয়ায় ডাকাতির খবরে জনতা চারদিকে ঘিরে ফেলে। এসময় ডাকাতের গুলিতে স্থানীয় মকতুল হোসেন (৪০) ও মোঃ আলী (৫৫) নামের দুই জন গুলিবিদ্ধ হয়। এবং ছৈয়দ করিম (৪০) নামের এক ডাকাতকে জনতা আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এদিকে, বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রে ডাকাত আটকে রাখার খবর দিলে ইনচার্জ (আইসি) আবু সায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন আটকে রাখা ছৈয়দ করিম (৪০) ডাকাতকে জনতা পুলিশে সোপর্দ করেছে।

উক্ত ঘটনার বিষয়ে নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক বলেন, গতরাতে জনতা অস্ত্রসহ ডাকাত আটকে রাখার খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রসহ আটকে রাখা ছৈয়দ করিম (৪০) নামের একজন ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে বলেও জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট