1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত ইপিজেড থানার দক্ষিণ হালিশহরে জামায়াতের ফগার মেশিনে মশা নিধন কর্মসূচির উদ্বোধন এই প্রথম রাঙামাটির প্রশাসনে নারীর অগ্রযাত্রা ডিসি নাজমা আশরাফী ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় ৯ মাসে রেকর্ড ১৩.৯৫ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক পেল দুবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিকদল নেতা মান্নান নিহত বাঘাইছড়িতে মারিশ্যা ২৭ বিজিবির অভিযানে ৬০০ ঘনফুট অবৈধ গোল কাঠ জব্দ বোয়ালখালীতে ক্রসিংয়ে হঠাৎ ট্রেন অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ বোয়ালখালীতে সংবাদ সম্মেলনে দাবি মাদ্রাসা শিক্ষক আবু নাছের জিলানী আওয়ামী ফ্যাসিবাদি রাজনীতির সাথে জড়িত নন অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস

সাতকানিয়ায় কবরস্থান দখল নিয়ে প্রতিবাদ করাই হামলা।

  • সময় শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪৯৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম প্রতিনিধিঃ

গত ২৪ এপ্রিল সাতকানিয়া থানাধীন সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া মেম্বার পাড়া ৮ নং ওয়ার্ডের কাসেম হাজীর গেইটের সামনে রাত ১২ টার সময় মোহাম্মদ সেলিমের উপর হামলা চালাই কবরস্থান দখলদারীরা।
মামলার বাদী মোহাম্মদ সেলিম আমাদেরকে জানান,দীর্ঘদিন ধরে সামাজিক মেম্বার পাড়ার কবরস্থান নিয়ে বিরোধ চলে।প্রায় ৩০০ বছরের সামাজিক কবরস্থান পাড়ার সবার লাশ দহন করে আসতেছে।একপর্যায়ে ৩০০ বছরেরে পুরানো ঐতিহ্যবাহী এই কবরস্থান দখল নিতে মরিয়া হয়ে ওঠে ১/২ আসামী।
মেম্বার পাড়া কবরস্থান জাল জালিয়াতি মূলে খতিয়ান সুজন করত কবরস্থান দখলের চেস্টা করিলে কবরস্থান পরিচালনা কমিটির সাথে বিরোধ বাড়ে।উক্ত কবরস্থান দখল করে দোকান পাট ঘরবাড়ী নির্মাণ করতে চাই ১ নং আসামী।১ নং আসামী ক্ষমতার জোর দেখায় দখল করে কবরস্থানে গাছ রোপন করিলে আমি থাকে বাধা প্রদান করলে ১/২ নং আসামী উক্ত কবরস্থানে কোন লাশ কবর দিতে দিবেনা বলে আমাকে হুমকি দেই এবং প্রতি লাশ কবর দিলে ৫০০০ টাকা করে চাঁদা দিতে হবে জানান ১/২ নং আসামী।টাকা না দিলে কবরস্থানে কোন লাশ কবর দিতে পারবে না বলে জানিয়ে দেই।উক্ত বিরোধের জের ধরে আমিনিম্ন স্বাক্ষরকারী সামাজিক ভাবে বিষয়টি র প্রতিবাদ করলে দীর্ঘদিনের কবরস্থান ব্যক্তিগত করতে পারবে না এই মর্ম নিয়ে প্রতিবাদ ও পরিচালনা কমিটি করলে পরিস্কার পরিছিন্ন পরিচালনা করিলে উক্ত আসামীগণ আমার উপর ক্ষীপ্ত হয়ে পড়ে আমি নিম্ন স্বাক্ষরকারী পরিচালনার মিটিং শেষে বাড়ী ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা আসামীগণ ১নং ও ২নং আসামীর নেত্বত্বে ঘটনাস্থলে পৌঁছালে আমাকে চার দিকে ঘেরা করে এবং দেশীয় অস্ত রামদা,ছুরি,হকিস্টিক ইত্যাদি নিয়ে পথ রোধ করে আমাকে এলোপাতড়ী আঘাত করতে থাকে।আমাকে আসামী অপরাপর আসামীসহ অজ্ঞাতনামা দেখিলে চিনিবে এরূপ ৭/৮ জন আসামীসহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে একেরপর এক আক্রমণ করতে থাকে।

এক পর্যায়ে ১নং আসামীর হাতে থাকা ধারালো কিরিচ ধারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ দেয়। উক্ত কোপের ফলে আমার মাথায় গুরুতর রক্তাক্ত কাটা জখম হয় এবং মাথার খুলি কেটে মগজে স্পর্শ করে। ২নং আসামী একজন চাঁদাবাজ সন্ত্রাসী তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে তার হাতে থাকা রামদা দিয়ে একই জায়গায় কোপ মারে। উক্ত কোপে আমি মাটিতে লুটিয়ে পড়িলে ৩ নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করিলে উক্ত আঘাতের ফলে বাম পায়ে নীলা ফুলা তেতলা জখম হয়। এবং ৪-৫ নং আসামী তাদের হাতে থাকা হকিস্টিক দিয়ে আমার সারা শরিরে আঘাত করিতে থাকিলে উক্ত আঘাতের ফলে আমার বাম হাতে নিলা ফোলা জখম হয়। আমি এক পর্যায়ে আসামীগনের কবল হইতে প্রাণে বাঁচার জন্য শোর-চিৎকার করিলে আমার বাড়ি ও স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাকে আসামীগণের কবল হইতে উদ্ধার করে। এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে সাতকানিয়া চিকিৎসা করিতে নিয়ে গেলে কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা শেষে আমার অবস্থা মুমূর্য হওয়ায় আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আমার সুস্থ হতে কিছু সময় লাগায় অত্র এজাহার দায়ের করতে বিলম্ব হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট