চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : মোহাম্মদ আবদুল আলী
নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী) আসনের আওতাধীন বিজবাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শ্যামেরগাঁওয়ে অদ্য মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৬) এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা নায়েবে আমির ও নোয়াখালী-২ আসনের মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ সাইয়েদ আহমদ।
বক্তব্যে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আল্লাহর আইন বাস্তবায়নই সমাজে ন্যায়, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একমাত্র পথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াসিন করিম।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, ঐক্য ও ভবিষ্যৎ নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
Leave a Reply