
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষ আজ পরিণত হয়েছিল আবেগঘন বিদায়ী মুহূর্তের অনন্য মঞ্চে। জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের অবসরজনিত বিদায়কে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। বিদায়ী পরিচালকের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও দক্ষ প্রশাসনিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, মীর হোসেন আহসানুল কবীরের কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্ব মাঠ প্রশাসনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন,পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহানসহ সদর দপ্তরের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বিদায়ী পরিচালকের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ এবং মাঠ পর্যায়ে তথ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অবদানের কথা স্মরণ করেন। তাঁর অবসরে শুভকামনা জানিয়ে সহকর্মীরা বলেন,তথ্য অধিদপ্তরের উন্নয়ন ও সেবামুখী কার্যক্রমে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা শেষে বিদায়ী পরিচালক মীর হোসেন আহসানুল কবীর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দীর্ঘ কর্মজীবনে পাওয়া ভালবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
Leave a Reply