ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে মৈত্রী সম্মাননা পেলেন অভিযাত্রী পত্রিকার সম্পাদক এম.এইচ সোহেল। ২৮ মে ত্রিপুরার রাজধানী আগরতলায় তিনকাল পাবলিশার্স কর্তৃক আয়োজিত লেখক-পাঠক আড্ডায় লেখক শ্যামাপদ প্রসাদের সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন কোলকাতার আজকাল পত্রিকার আগরতলার ব্যুরো প্রধান সমীর ধর,তিনকাল পাবলিশার্স’র পরিচালক বিল্লাল হোসেন সহ আরো অনেকে। আগরতলার কবি-লেখকেরা এম.এইচ সোহেল হাতে মৈত্রী সম্মাননা তুলে দেন।
Leave a Reply