
মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম)আনোয়ারা
আনোয়ারা উপজেলাস্থ বাকখাইন কেঁয়াগড়ে ২২কোটি টাকা ব্যয়ে ৬-ভেন্ট রেগুলেটর “জুলাই-৩৬ স্মৃতি” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের চট্টগ্রামের সম্মুখ সারির নেতৃত্ব সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।এতে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ চট্টগ্রাম থেকে আহত জুলাই যোদ্ধা ও জুলাই আন্দোলনে সম্পৃক্ত স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুবাইরুল আলম মানিক এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে জুলাই এর দুই হাজার শহীদ ও হাজার হাজার আহতদের উৎসর্গ করে “জুলাই-৩৬ স্মৃতি” নামকরণ করা হয়েছে বলেন।পাশাপাশি জুবাইরুল আলম মানিক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী আনোয়ারা চাতুরী ইউনিয়ন, সদর ইউনিয়ন, পরকৈড়া ইউনিয়ন এবং পটিয়া প্রান্তের সহ প্রায় লক্ষাধিক মানুষের ভোগান্তির এই ভেন্ট রেগুলেটর বাস্তবায়ন জুলাই এর গণঅভ্যুত্থানের এক অনন্য প্রাপ্তি।আমার জন্মস্থানের এলাকায় এমন মহৎ গণমুখী কাজে ভূমিকা রাখতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। স্থানীয় এলাকাবাসীর গণদাবীর প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে উপদেষ্টা মহোদয়কে আমার উপস্থাপনের প্রেক্ষিতে তাৎক্ষণিক এরকম গুরুত্বপূর্ণ বৃহৎ একটি প্রকল্প বরাদ্দের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দের প্রয়াসের জন্যও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। তিনি স্থানীয় এলাকাবাসীর যারা এই গণদাবীর পক্ষে কাজ করেছে সবাইকে মোবারকবাদ জানায়। জুবাইরুল আলম মানিক জনগণের টাকায় করা এই প্রকল্পের টেকসই কাজের তদারকি এবং রক্ষণাবেক্ষণে স্থানীয় সকল জনগণকে সজাগ সোচ্চার সচেতন হওয়ার আহ্বান জানায়।
Leave a Reply