“আব্দুল কাদের জিলানী(রহঃ)”
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
মহিউদ্দিন আব্দুল কাদের (রহঃ)
গাউসুল আযম জিলানী,
বাগদাদের মহান ওলী
‘কুতুবুল আযম রব্বানী’।
মহানবীর ভবিষ্যত বাণী-
“শোন নাতী মোর বাণী,
ইমাম হাসান- তোমার বংশে
মহাপুরুষ একজনই।”
নবী (সাঃ) বংশের উজ্জ্বল প্রদীপ
সিজরায়ে আল হাসানী,
পিতা আবু সালেহ মূসা জঙ্গী
উম্মুল খায়ের ফাতেমা গর্ভধািরণী।
সর্বযুগের শ্রেষ্ঠ ওলী
আউলিয়াকুল শিরোমণি,
বাগদাদে হিযরত করলেন
‘গাউসে ছামদানী’।
ইসলামের আলো ছড়িয়ে দিয়ে
জগত করলেন নূরানী,
আল্লাহর প্রেমে মগ্ন হয়ে
হলেন ‘মাহবুবে সোবহানী’।
নবীর মুহাব্বতে রচনা করেছেন
দরূদে ‘একছীর আ’জমী’,
কোন লেখক জগতে আর
এমন দরূদ লিখেনি।
অসংখ্য কারামতের অধিকারী
পীরে কামেল হক্বানী,
সারা দুনিয়ার মানুষ চিনে
তিনি আব্দুল কাদের জিলানী(রহঃ)।
আব্দুল কাদের জিলানী(রহঃ)
করেছিলেন ভবিষ্যত বাণী,
তার ‘খিরকা’ লাভ করলেন
মোজাদ্দদ-ই আলফেসানী(রহঃ)।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply