
মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে আসছেন ২২ নভেম্বর শনিবার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, “বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আগমন করবেন। তাঁর সফরকে ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দিনের কর্মসূচি অনুযায়ী, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২.৩০ থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনী) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন”- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আমীরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত।
Leave a Reply