প্রেস বিজ্ঞপ্তিঃ
শনিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর বোর্ড মিটিং চট্টগ্রাম নগরীর একটি সুনামধন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
উত্ত মিটিং এ ডিস্ট্রিক্ট ৩ এর আওতাভুক্ত ক্লাব প্রেসিডেন্টসহ এপেক্সিয়ানরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন।
ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে:সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপে: মোঃ আরিফ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এপেক্সিয়ান এস. কে. দত্ত অনুপ। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে: মোঃ লিয়াকত আলী।
পটিয়া ক্লাব প্রেসিডেন্ট এপে: আলমগীর আলম, লামা ক্লাব প্রেসিডেন্ট এপে: তৈয়ব আলী,বান্দরবন নীলাচল ক্লাবের প্রেসিডেন্ট এপে: বিশ্বনাথ তনচঙ্গা , কাপ্তাই প্রেসিডেন্ট এপে: রনজিত বড়ুয়াসহ সেক্রেটারি এন্ড ডিএনইবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ ডিস্ট্রিক্ট ৩ এর নিয়ম অনুযায়ী সকল কর্মকান্ড পরিচালনা করায় ভূয়সী প্রশংসা করেন এবং সকলের মতামতের মাধ্যমে বিভিন্ন কো-অডিনেটর কমিটি গঠন, জেলা স্কুলিং, রমজান মাসে ইফতার মাহফিল, ডিস্ট্রিক্ট বোর্ড সদস্য ও প্রধান উপদেষ্টা অনুমোদন সহ নানান সিদ্ধান্ত গ্রহণ কর হয়। সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও জেলা -৩ এর অতীত গভর্নর মোঃ নুরুল আমিন চৌধুরী আরমানকে প্রধান উপদেষ্টা হিসেবে অনুমোদন দেয়া হয়।
পরে ন্যাশনাল প্রেসিডেন্ট প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেয়া হয় ক্লাব প্রেসিডেন্টদের হাতে।
Leave a Reply