
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও চট্টগ্রাম জজকোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়। এ সময় সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁনের হাতে উপদেষ্টা মনোনয়নের পত্র তুলে দেন।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন,
“নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, আইনি সহায়তা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁনের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা আশাবাদী।”
মনোনয়ন গ্রহণ করে এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন বলেন,“নারী ও শিশুদের অধিকার রক্ষায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে, তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আইনগত পরামর্শ ও নৈতিক সহায়তার মাধ্যমে সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।”
উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনি সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
Leave a Reply