
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
ইলেকট্রনিকস পণ্য কেনায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার।
গত ২৫ নভেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ওয়ালটন পণ্য কিনে উপহার পাচ্ছেন ক্রেতারা।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে সাইড বাই সাইড ফ্রিজ ও টিভি ফ্রি পাওয়া ৯ জন ক্রেতার হাতে উপহারের পণ্য তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ক্রেতাদের হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান।
জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বলেন, তিনি মনে করেন চট্টগ্রামের মানুষ দেশীয় পণ্য ব্যবহারে তুলনামূলকভাবে বেশি আগ্রহী। ওয়ালটনের পণ্য শুধু দেশি বলেই নয়, এর মান ভালো বলেই ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। তিনি বলেন, ক্রেতারা যাতে নকল বা নিম্নমানের বিদেশি পণ্যের দিকে না ঝোঁকেন, সে জন্য ওয়ালটন বিভিন্ন ধরনের উপহার দিচ্ছে।
আমিন খান আরও বলেন, বর্তমানে দেশেই আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হচ্ছে এবং সেগুলো বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ওয়ালটনের পণ্য এখন বিশ্বের ৪৪টি দেশে রপ্তানি হচ্ছে। এ সময় তিনি সবাইকে দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজয়ী ক্রেতারা সাধারণ ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
Leave a Reply