
সরোয়ার উদ্দিন আনসারী
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
সমাজের নীরব অথচ গুরুত্বপূর্ণ এক শ্রেণির মানুষের জন্য অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ডেন্টাল সলিউশন পয়েন্ট। উখিয়া কুতুপালং বাজারে প্রতিষ্ঠানটির উদ্যোগে কুরআনের ১৫০ জনেরও বেশি হাফেজদের জন্য ফ্রি ডেন্টাল চেক-আপ ও টুথপেস্ট বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উখিয়ার কুতুপালং লম্বা শিয়া রোডের মাথায় মনতাজ টাওয়ার (২য় তলায়) ইউনিয়ন ব্যাংকের পাশে অবস্থিত ডেন্টাল সলিউশন পয়েন্টের চেম্বারে (২য় তলা) দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী হাফেজদের আধুনিক পদ্ধতিতে দাঁতের পূর্ণাঙ্গ পরীক্ষা করা হয়। যাদের দাঁতের সমস্যা শনাক্ত হয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসার অংশ হিসেবে দাঁত তোলা, হালকা ডেন্টাল ওয়াশ (স্কেলিং)সহ প্রাথমিক ডেন্টাল কেয়ার নিশ্চিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কোনো জটিল ডেন্টাল সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট রোগীদের সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সকল হাফেজদের মাঝে বিনামূল্যে টুথপেস্ট বিতরণ করা হয়, যাতে তারা নিয়মিত দাঁতের যত্ন নিতে উৎসাহিত হন। এতে হাফেজ ও তাদের অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ প্রকাশ পায়।
ডেন্টাল সলিউশন পয়েন্টের সহকারী পরিচালক ফাহিম ফয়সাল রাফি জানান,“কুরআনের হাফেজরা শুধু ধর্মীয় পরিচয়ের বাহক নন, তারা আমাদের সমাজের নৈতিক শক্তির ভিত্তি। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কেউ ডেন্টাল সেবা থেকে বঞ্চিত না হয়-এই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এটি কেবল শুরু, ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে আমরা কাজ করব।”
হাফেজ শিক্ষার্থীদের অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সন্তানরা নিয়মিত ডেন্টাল চিকিৎসা নেওয়ার সুযোগ পায় না। এই ফ্রি সেবার মাধ্যমে তাদের স্বাস্থ্য নিয়ে আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। ডেন্টাল সলিউশন পয়েন্ট যেভাবে সম্মান ও আন্তরিকতার সঙ্গে আমাদের সন্তানদের সেবা দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ সমাজে আরও ছড়িয়ে পড়ুক।
এই মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী ও সচেতন মহল ডেন্টাল সলিউশন পয়েন্টের এই সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডকে সময়োপযোগী ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
Leave a Reply