মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর কোতোয়ালী থানাধীন অভয়মিত্র ঘাট বালুর মাঠ এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরনে ছিল শার্ট এবং প্যান্ট। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় পাওয় যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply