এম এস শ্রাবণ মাহমুদ
চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে রবিবার (১৩ জুলাই) ২৫ খ্রিঃ
সকালে এক অস্বাভাবিক দৃশ্যের মুখোমুখি হন পথচারীরা।
চলন্ত একটি কাভার্ডভ্যান থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে গ্যাসের ঝাঁঝালো গন্ধ।
মুহূর্তেই থমকে যায় যান বাহনের চলাচল, পথচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ঘটনাস্থল—বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকা। সকাল ১১ঃ০০ ঘটিকার সময় ভয়াবহ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, একটি কাভার্ডভ্যান ২ নম্বর গেটের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই গ্যাসের গন্ধে চারপাশে হুলস্থুল পড়ে যায়। ফাঁকা রাস্তায় ফেলে গেল কাভার্ডভ্যান
স্থানীয়দের অভিযোগ, চালক ও হেলপার পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ফেলে পালিয়ে যায়।
মুহূর্তেই এলাকা ঘিরে ফেলে পাঁচলাইশ থানা পুলিশ ও বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
কাভার্ডভ্যানটি খুলে দেখা যায়, ভেতরে রয়েছে একের পর এক গ্যাস সিলিন্ডার। অন্তত একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছিল, যা দ্রুত শনাক্ত করে ফায়ার সার্ভিস সদস্যরা।
বিপজ্জনক ও বেআইনি ফায়ার সার্ভিসের মন্তব্য,
ঘটনা সম্পর্কে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, এভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস বহন করা চরম ঝুঁকিপূর্ণ।
কোনো ধরনের অনুমতি ছাড়াই এসব সিলিন্ডার পরিবহন করা হচ্ছিল। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তিনি জানান, দ্রুত গ্যাস লিক করা সিলিন্ডারটি সরিয়ে নেয়া হয়েছে এবং বাকিগুলো নিরাপদ অবস্থায় রয়েছে।
প্রশ্ন উঠছে: কীভাবে এমন ট্রান্সপোর্ট সম্ভব?
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের প্রশ্ন-কোনো নজরদারি ছাড়াই কীভাবে এমন বিপজ্জনক বোঝাই গাড়ি শহরের ভেতর দিয়ে চলাচল করছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। চালক-হেলপারকে শনাক্তে কাজ করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
বিশ্লেষণ:
এই ঘটনা আবারও প্রমাণ করলো, সড়কে নজরদারির ঘাটতি কেবল যানজট বা দুর্ঘটনার জন্য নয়-প্রাণঘাতী বিপদেরও উৎস হয়ে উঠছে। সময় এসেছে কঠোর ব্যবস্থা নেওয়ার।
Leave a Reply