মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ‘ক্লিন বাংলাদেশ’-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমরা গাছ থেকে অক্সিজেন পাই, গাছের সাথে আমাদের স্রষ্টার গভীর সম্পর্ক রয়েছে। তাই শুধু অবকাঠামো নয়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতা এবং বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, এমন উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে।
কর্মসূচির সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি। তিনি বলেন, “প্রতিটি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এ কর্মসূচি আমাদের স্বপ্নের ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব এবং সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন নাগরিকদের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে এবং একদিন সত্যিকার অর্থে গড়ে উঠবে একটি সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম।
Leave a Reply