চট্টগ্রাম -দোহাজারী -কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল ৫ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে, গোমদন্ডী স্টেশন প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় স্টেশন মাস্টারের হাতে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ রেলওয়ে, গোমদন্ডী স্টেশন মাস্টার তান্নী বড়ুয়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম -দোহাজারী -কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের
সিনিয়র সহসভাপতি ফারুকুর রহমান বিনজু,সিনিয়র সহসভাপতি
সৈয়দ মিয়া হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাংবাদিক আজম খান, রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সদস্য প্রভাষক ফারুক আহমেদ রাজু,এরশাদ,এআইবি পিএলসি সালাউদ্দিন,স্টেশনের কর্মচারীবৃন্দ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চট্টগ্রাম- দোহাজারী -কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ রেল লাইনের উভয় পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করে যে অবদান রেখে চলেছেন তা সত্যি প্রশংসনীয় কাজ এ ধরনের মহতি উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply