1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
“প্রতিদিন ভোরের পাখিদের জন্য খাবার” মানবতার ফেরিওয়ালা পটিয়ার মোহাম্মদ নুরুল আলমের। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলায় অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী উৎসব ও আনন্দের মধ্যদিয়ে পালিত হলো সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন বাঘাইছড়িতে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপন এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী: দক্ষিণ চট্টগ্রামের সংগ্রাম, শিক্ষা ও মানবিকতার এক উজ্জ্বল আলোকস্তম্ভ। -সোহেল ফখরুদ-দীন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদ এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন।  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক– রাজনীতিবিদদের মতবিনিময় চট্টগ্রাম–১১ নির্বাচনে ধানের শীষে ঐক্যের জোয়ার,তারেক রহমানের ৩১ দফাকে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর ভিত্তি বলে মন্তব্য

গ্রামের হাটবাজারে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাছ কাটার পেশা! বাড়ছে পেশাদারিত্ব।

  • সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

“আগের দিনের কথা” হাটবাজার থেকে বাজার বাসায় আনার পর পরিবারের সদস্যরা মাছ কাটতো ঘরে বা উঠানে বসে এখন এ যেন আধিকালের স্মৃতি যা এখন আর চোখে পড়ে না।
বর্তমানে এটি পরিবর্তন হয়েছে পরিবারের সদস্যরা বাজার হতে মাছ ক্রয় করে মাছ বাজারেই কেটে আনেন এখন।
মাছ কাটার এ পেশায় যুক্ত হয়েছেন অনেক তরুণ।
তারা এ কাজকে পেশাদারিত্বের অংশ হিসেবে গ্রহণ করেছেন। সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায় সারিসারি ভাবে মাছ কাটছেন তরুণরা যা চোখের দৃষ্টিতে সৌন্দর্যময়।
পরিবারের সুবিধার কথা বিবেচনা করেই প্রায় মানুষ এখন মাছ বাজার হতেই কেটে নিয়ে আসছেন।
তা না হলে পরিবারের সাথে রাগ অভিমান ও কথা কাটাকাটির মাধ্যমে সংসারে অশান্তির সৃষ্টি হচ্ছে।
আগে কার সময় এই আধুনিকতা মুখোমুখি কখনো হতে হয়নি সংসার চালককে।
বর্তমানে এটি এক ধরনের পরিবারের কাজের অংশ হিসেবেই বিবেচিতি হয়েছে।
আগে কার সময় বাজার থেকে মাছ আনলে পুকুর পাড়ে কিংবা উঠানে বসে মহিলারা মাছ কাটতেন পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন আধুনিকতার ছোঁয়ায়
যা দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমানে প্রতিটি কার্যক্রমে আধুনিকতার ছোঁয়া পড়েছে এর রেশ পড়েছে মাছ বাজারও।
বাজারেই সারিবদ্ধভাবে বসে মাছ কাটছেন অনেক তরুণ। দেশের আর্থিক অবস্থার প্রেক্ষাপটে এ পেশার গুরুত্ব বাড়ছে দিনদিন।
এই পেশাটি বেচে নিয়েছেন বর্তমানে অনেকেই।
মাছ বিক্রেতা স্বজল দাশ জানান বাজারে মাছ বিক্রি করার পর ক্রেতাকে একজন এসেই বললো মাছ কাটাবেন নাকি এটি এক ধরনের সুবিধা যা সহজেই পাওয়া যাচ্ছে।
এক কেজি মাছ কাটা বিশ টাকা হারে নেয়া হয়, প্রায় মানুষ বাজার থেকেই মাছ কেটে আনছেন এটি এক ধরনের সুবিধা হলেও আমাদের আগের যে সামাজিক সৌন্দর্য ও নিজের কাজ নিজেই করা এমন পরিস্থিতি হতে বিরত থাকছেন পরিবার।
যা মানুষ দিন দিন অলসতায় ভূগছে বলে জানান ক্রেতা আলী কদর জীবন।
এতে করে পরিবারের লোকজনের সুবিধার পাশাপাশি অসুবিধায় ও পড়তে হয়।
তবুও অনেকেই বাড়িতেই মাছ কাটেন , মানুষ দিন দিন প্রযুক্তি নির্ভর হওয়ায় এই ধরনের চিন্তা চেতনায় অভ্যস্ত হচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ী নুরুল আলম সওদাগর
তিনি বলেন সময়ের স্বল্পতা ও আধুনিকতার সিস্টেমে বাজার থেকেই মাছ কেটে আনলে পরিবারের জন্য ভালো হচ্ছে, তাই এটি সহজ ভাবেই পরিবারকে এক প্রকার সুখ শান্তিতে রাখার বড় উপায় বলে মনে হচ্ছে।
সাতকানিয়ার বাংলা বাজারে সরাসরি গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে অনেক তরুণ মাছ কাটা পেশায় কাজ করছেন দিন দিন এ পেশায় পেশাদারিত্ব বাড়ছে।
বৃদ্ধি হচ্ছে আর্থিক সচ্ছলতা। এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় তবুও পুরনো স্মৃতি পরিবারের কাছে মাছ কাটা আর বাজারে মাছ কাটা অনেক তফাৎ বলে মনে করছেন অনেকেই।
এটি এক ধরনের সামাজিক প্রথা হিসেবে বিবেচ্য হচ্ছে বলে অনেকে মনে করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট