মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন ২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ সভায় সভাপতিত্ব করেন।
সভায় কমিশনার মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিএমপির সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সততা ও নিরপেক্ষতা পুলিশ সদস্যদের মূল পরিচয়। প্রতিটি সদস্যকে ড্রেস কোড মেনে ইউনিফর্ম পরিধান এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে।”
সভার এক পর্যায়ে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন, যা উপস্থিতদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা, দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটিয়ে বিদায় নেওয়া পুলিশ সদস্যদের প্রতি জানানো হয় সম্মান ও কৃতজ্ঞতা। সম্মাননা প্রদানকালে কমিশনার মহোদয় নিজ হাতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন। বিদায়ী সদস্যরা হলেন এসআই (নি:) মোঃ আব্দুল মতিন,এএসআই (সঃ)/৩০৬৮ মোঃ মমতাজ মিয়া,এএসআই (সঃ)/২৯৫৭ মোঃ বদরুল আলম আজাদ কনস্টেবল/৬২৪ মোঃ জহিরুল হক,উপস্থিত ছিলেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার বিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এছাড়াও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply