মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করে পালিয়েছেন স্বামী। এসময় ওই গৃহবধূর মরদেহ টুকরো টুকরো করে ফেলে যান ঘাতক স্বামী সুমন।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটি থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা বেগমের বাড়ি নোয়াখালী। তার স্বামী সুমনের বাড়ি কুমিল্লায়। সুমন পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে প্রথমে জবাই করা হয়। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সুমনের কোনো খোঁজ মিলছে না।
ওসি কামরুজ্জামান জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে।
Leave a Reply