
২ ডিসেম্বর মঙ্গলবার, চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে “জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজসেবীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট বিভাগ) ও জজ কোর্ট চট্টগ্রামের আইনজীবী মুহাম্মদ বরকত উল্লাহ।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গ্রীন এলায়েন্স-এর আহ্বায়ক সরোয়ার আমিন বাবু, যিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বাংলাদেশে এর প্রভাব ও শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট পরিবর্তনও বড় ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ জাকারিয়া হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, পরিচালক মোহাম্মদ সাব্বির ইসলাম হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয় ঠেকাতে শিক্ষার্থীদের গাছ লাগানো, প্লাস্টিক বর্জ্য হ্রাস, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, পুনর্ব্যবহার, এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। তারা স্কুল পর্যায়ে পরিবেশ ক্লাব গঠন, সবুজ ক্যাম্পেইন, এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন ও সচেতনতা বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানের শেষাংশে পরিবেশবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
Leave a Reply