
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রামে বর্ণাঢ্য বিজয় র্যালী ও সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (AWCRF)। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র্যালীটি। র্যালীতে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল, রহমান আদর্শ শিক্ষালয়,প্রাইমভিউ পাবলিক স্কুল আব্দুস ছমদ (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার অংশগ্রহণে সংগঠনের নেতৃবৃন্দ, নারী-শিশু অধিকারকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
র্যালী শেষে এক আবেগঘন পরিবেশে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠার শপথ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন,
“বিজয়ের এই দিনে আমাদের অঙ্গীকার—একটি বৈষম্যহীন, মানবাধিকারসম্মত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। নারী ও শিশুর অধিকার রক্ষায় সংগঠনটি ভবিষ্যতেও আপসহীনভাবে কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।
এই সময় উপস্থিত ছিলেন, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ সুমন, প্রাইম ভিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, মহিলা সম্পাদক সামসুন নাহার সামু প্রমূখ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিজয় র্যালী ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান বিজয় দিবসকে ঘিরে চট্টগ্রামে সৃষ্টি হয় দেশপ্রেম ও ঐক্যের এক অনন্য আবহ।
পরিবেশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মাওলানা মোঃ ইলিয়াস হোসাইনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সামপ্তি করা হয়।
Leave a Reply