
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর কাজির দেউড়ি মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলার পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করা হয়। এতে গণঅধিকার পরিষদ ও ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন, পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মৃধা মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (স্বপ্নীল), গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ডাঃ এমদাদুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, চট্টগ্রাম জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ আবুল কালাম, পতেঙ্গা থানা পেশাজীবী অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ডাঃ প্রদীপ নাথ, ছাত্র অধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply