মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন খতিবের হাট মোড়ে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply