
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি – মো. আবদুল আলী
চট্টগ্রাম মহানগরীতে হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিক কল্যাণ ইউনিটের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) নগরীর সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদ উল্লাহ আদিল। তিনি বলেন, দেশের আইনব্যবস্থা কুরআনের আলোকে পরিচালিত হওয়া উচিত এবং কুরআনই দেশের সকল সমস্যার পরিপূর্ণ সমাধান দিতে পারে। তিনি আসন্ন নির্বাচনে কুরআনের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর আইন সম্পাদক এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজি. নং-২২৪৭)-এর সভাপতি মো. সাব্বির আহমেদ উসমানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।
সভাপতির বক্তব্যে মো. সাব্বির আহমেদ উসমানী বলেন, মানুষ এ দুনিয়ায় এসেছে ক্ষণস্থায়ী সফরের জন্য, আর চিরস্থায়ী ঠিকানা হচ্ছে পরকাল। জান্নাত অর্জন করতে হলে কুরআনের আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা মো. আব্দুস সাত্তার, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. তোফাজ্জল হোসেন, মো. শওকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply