1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে গাজী কে.ডি ফাউন্ডেশন বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে রক্ষা পেল শতশত যাত্রী  লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রাণ বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৩ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যারা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩৬ পঠিত

মোহাম্মাদ আলবিন চট্টগ্রাম
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা শনিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়।
সভাতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. এ. কে. এম ফজলুল হক। সভাতে ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যনিববরণী উপস্থাপন করা হয় এবং সভায় তা অনুমোদিত হয়। সভাতে কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারীর পক্ষে ২০২৪ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান। প্রতিবেদনে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে বিগত বছর কার্যকালে বিশেষ বিশেষ অর্জন সমূহ আজীবন সদস্য/সদস্যাগণের উদ্দেশ্যে তুলে ধরেন।

সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২৪ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৫-২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন। এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মেডিকেল কলেজের ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৫-২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন। সভাতে উভয় অডিট প্রতিবেদন ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ট্রেজারার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য রহমান রহমান হক এন্ড চার্টার্ড একাউনটেন্ট কোম্পানীকে অডিটর হিসেবে নিয়োগ দেয়ার জন্য সভাতে প্রস্তাব করেন।

সভাতে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর উন্মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সর্বজনাব কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, হাসপাতালের সাবেক পরিচালক (প্রশাসন) ও আজীবন সদস্য লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, আজীবন সদস্য জনাব শাহ আলম চৌধুরী, জনাব মীর মোহাম্মদ মহিউদ্দিন, জনাব এমদাদুল আজিজ চৌধুরী, জনাব ওয়াজি উল্লাহ বাদল, জনাব মোস্তাফিজুর রহমান, জনাব মো. আবদুস সবুর, জনাব শফিউল হুদা চৌধুরী তুহিন, জনাব মো. ফজলুর রহমান মজুমদার, জনাব মো. ফজলুল করিম মজুমদার, জনাব জহির আহমেদ, জনাব এস এম মফিজ উল্লাহ, জনাব কাজী বেলাল, প্রফেসর মির্জা মোহাম্মদ শফিউল্লাহ বাবুল, জনাব মহিউদ্দিন জিলানী, জনাব সালামত আলী, ডা. মো. শাহাদাত হোসেন, জনাব মো. শহিদুল ইসলাম প্রমুখ। সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের সেবার মান বৃদ্ধি, আজীবন সদস্য/সদস্যাদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন। জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং যেসকল বিষয় সভায় উপস্থাপিত হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য এবং বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার সদস্য জনাব মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জি. লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, জনাব মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, ডা. শাহনেওয়াজ সিরাজ, জনাব মোহাম্মদ আবুল হাশেম, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর (ডা.) এ. এস. এম. মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম প্রমুখ। সভায় বিপুল সংখ্যক আজীবন সদস্য ও দাতা সদস্য অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট