1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকেন: বোয়ালখালীতে জেলা পুলিশ সুপার বোয়ালখালীতে পূজামণ্ডপে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলম: “দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ। সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসার নিয়ম ও ন্যূনতম বেতনের শর্ত। বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৫ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যাঁরা খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন অলিক মৃত। স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যক্ষের বিদায় আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষিদ্ধের সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ দূতাবাসের সীতাকুণ্ডে পূজা মণ্ডপে উপদেষ্টা

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলম: “দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার

  • সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের নেতৃত্বে ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ প্রশাসনিক এমারত ওয়ার্ড ও সাংগঠনিক দারুস সালাম ওয়ার্ডের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ শেষে আলিশাহ নগর বন্দরটিলা কাঁচা বাজারের পেছনের গলি আবাসিক এলাকা সার্বিক উন্নয়ন কমিটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত মহল্লা কমিটির আয়োজিত সভাটি জনতার মিলনমেলায় রূপ নেয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ প্রশাসনিক এমারত ওয়ার্ডের আমীর ওসমান গনি এবং ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহেদ আলী। এ ছাড়া সভায় অংশ নেন দারুস সালাম ওয়ার্ড সভাপতি মিজান খান, বন্দরটিলা পূর্ব ওয়ার্ড সেক্রেটারি আবু কালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সেক্রেটারি আব্দুস সবুর আশিকী, ৩৯ নং পূর্ব ওয়ার্ড সভাপতি মাস্টার শাহিন,, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩৯ নং উত্তর ওয়ার্ড সেক্রেটারি আসাদুজ্জামান (আসাদ) আলিশাহ নগর সার্বিক উন্নয়ন কমিটির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সভায় বক্তারা বলেন, “দেশ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের করাল গ্রাসে জর্জরিত। লাগামহীন দ্রব্যমূল্য, বেকারত্ব, সন্ত্রাস ও অনিয়মে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।”

প্রধান অতিথি শফিউল আলম তার বক্তব্যে দৃঢ় কণ্ঠে বলেন,“স্বাধীনতার অর্ধশতাব্দীর পরও জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থার অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। জনগণের শক্তিই আমাদের
মূল ভরসা।”

বিশেষ অতিথি ওসমান গনি অভিযোগ করে বলেন,“আইন-শৃঙ্খলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, অথচ দুর্নীতিবাজ ও মাদক সিন্ডিকেট নিরাপদ আশ্রয়ে রয়েছে। এই অবিচার আর সহ্য করা হবে না।”

কাউন্সিলর পদপ্রার্থী শাহেদ আলী বলেন,
“জনগণের আস্থা ও ভোটে সুযোগ পেলে আমি সেবামূলক রাজনীতি, স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত স্থাপন করব।”

সভায় বক্তারা সর্বসম্মতভাবে বলেন— দমননীতি, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

সভাস্থলে বক্তাদের আহ্বান ও বক্তব্যে স্থানীয় জনতার মধ্যে দৃশ্যমান উদ্দীপনা ছড়িয়ে পড়ে। শ্লোগানে শ্লোগানে মুখরিত জনসমাবেশ প্রমাণ করে— জনতার ক্ষোভ আজ চরমে এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা অদম্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট