চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পরকীয়া প্রেমের বলী হয়ে স্ত্রী আর প্রেমিকের হাতে আকিব (৩২) নামক এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের পুরাতন চান্দগাঁওয়ে এই ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির। প্রবাসী স্বামীর লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
চান্দগাঁও থানা ওসি মো. জাহেদুল কবির জানান, চান্দগাঁওয়ে বহদ্দারহাট থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
Leave a Reply