1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভারত থেকে বাংলাদেশের চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার জন্মদিনে সন্তানের প্রতি বাবার লেখা চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাতের পদত্যাগ দাবি করেছে এনসিপি সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় RAB সদস্যের মৃত্যু ইপিজেড আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতি’র নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রাঙ্গামা‌টি দূর্গম পাহাড়ী অঞ্চলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত বেকারত্বের অন্ধকারে আশার আলো জ্বালালো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন বিবেকানন্দ স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে তীব্র শীতে অসহায় মানুষের পাশে বি ফর বাংলাদেশ সফলভাবে সম্পন্ন হলো মানবিক ইভেন্ট ‘শীতের হাসি ২.০ টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক

জন্মদিনে সন্তানের প্রতি বাবার লেখা

  • সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ পঠিত

এলাহি ভরসা

প্রিয় আদিফ
আমার বড় ছেলে আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো।বাসায় সবাইকে নিয়ে ছহিছালমতে আছো। তোমার আম্মুকে আমার সালাম জানিও।

পর সমচার :
বাবা আদিফ সন্তান পৃথিবীতে আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। তুমি আমাদের পরিবারের প্রথম ও বড় সন্তান তুমি বার বছর পেরিয়ে তের – তে পর্দাপণ করেছো। ৭ম শ্রেণী শেষ করে ৮ম শ্রেণীতে মাসখানিক পর ভর্তি হবে। সন্তানরা যত বড় হয় পৃথিবীতে পিতা-মাতার টেনশন বাড়তে থাকে। আমি আজকে তোমাকে বললে হয়তো তুমি ভুলে যাবে তাই লিখতে বসলাম আমার সীমিত জ্ঞানে স্মার্ট যুগের সন্তান হিসেবে তুমি আমার কিছু কথা মন দিয়ে শুনবে। আর মাঝে মাঝে লেখাটা পড়বে। তুমি পৃথিবীতে ভূমিষ্ট হওয়ার আগে তোমার মায়ের হাজারো কষ্ট আমি দেখেছি তোমার মায়ের পেটে তোমার নড়াচড়ার সময় তোমার মায়ের ব্যথা অনুভব গুলো কখনো দেখাতো না মাঝে মাঝে তোমার নড়াচড়া গুলো আমাকে হাতে ধরে দেখাতো আমাদের সন্তান নড়াচড়া করছে। ব্যথার কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছে অতচ আমাকে দেখানোর সময় সেই খুশিতে হাসছে। মাঝে মাঝে যখন তোমার নড়াচড়া বন্ধ হতো সেই টেনশন করতো কি হয়েছে আজকে সকাল থেকে আমার বাচ্চার নড়াচড়া নেই কি এক অদ্ভুত ভালোবাসা পৃথিবীতে ভূমিষ্ট হওয়ার আগে একজন মা তাঁর সন্তানের জন্য এতোটাই দরদ এতো নিখাদ ভালোবাসা তুমি পৃথিবীতে আসার আগে এক একটা দিন এক একটা রাত তার কতকষ্টে অতিবাহিত হয়েছে শুধু তোমার মা জানে। প্রথম সন্তান তাঁর পাহাড় সমান কষ্ট হলেও সেই বিষম খুশি ছিলো। আমাদের পরিবার তোমার আগমনের অপেক্ষায় তোমার ,দাদা,দাদী ,তোমার চাচা ,ফুফীদের খুশির অন্ত ছিলো না। আমাদের পরিবার হচ্ছে আল্লাহর দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ,শ্রেষ্ঠ বন্ধন , তোমার নানা ,নানী,খালাদের ও খুশির অন্ত ছিলো না। আল্লাহ তোমাকে পৃথিবীতে ছহিছালমতে আগমনে আমাদের পুরো পরিবারের সবাই খুশিতে আত্মাহারা হয়েছে। তুমি ও ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগছো।তোমার এই বড় হওয়ার পেছনে তোমার মায়ের যত্ন তোমার দাদা,দাদীর মমতা তোমার চাচা,চাচী, ফুফীদের আদর ,সেবা ওপরে উঠার সিঁড়ি তৈরী করার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহর রহমতে তুমি বড় হবে এদের ঋণ ,এদের ত্যাগ কখনো শোধ করার নয়। আমাদের পরিবারের দোয়া তোমার কাছে সবসময়ই থাকবে। ঘরের বড় সন্তান হিসেবে তোমার অনেক দায়িত্ব তোমার কাঁধে আসবে। জীবনের যত কঠিন সময় আসবে তুমি সবাইকে আঁকড়ে ধরে থাকবে। তোমার কোন আচরণে যেনো পরিবারের কেউ আঘাত না পায় সেদিকে খেয়াল রাখিও সবসময়। ছাড় দেওয়ার মনমানসিকতায় বড় হবে নিজের হাজারো ক্ষতি হলেও কারো ক্ষতি কখনো করবে না। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কারা সাথে বাড়াবাড়ি করবে না ,ভদ্রলোক আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। শান্তভাবে পৃথিবীতে চলবে,কখনো কারো মনে আঘাত দিও না। অন্যায় অবিচার কেউ করলে তাঁকে সহজ সরল পথে আনতে কৌশলে বুঝতে চেষ্টা করবে। মানুষের বিপদে সাহায্যের চেষ্টা করবে সাধ্যমতে।কখনো নামাজ বাদ দিও না নিয়মিত জামাতে নামাজ আদায় করবে। আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তাঁর ইবাদত গোলামী করতে। সুতরাং আল্লাহকে রাজী করতে সমস্ত সুখ বিসর্জন দিবে আমাদের জীবনে হযরত মুহাম্মদ (সাঃ) জীবনীকে অনুসরণ করলে আর কিছু প্রয়োজন হবে না এটাই আলোর দিশারি মুক্তির পথ।তোমার এখন যেই বয়স এই বয়সে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময় খেলাধুলায় সময় নষ্ট করিও না এমন সময় আর পাবে না। তোমার দাদা আমাকে ছোট বেলা থেকে বার বার বলতো জীবনের ২২ বছর কষ্ট করলে সারা জীবন সুখ শান্তিতে কাটাতে পারবে তখন বুঝতে পারিনি এখন এই বয়সে এসে ঐ কথার গুরুত্ব বুঝতে পারছি কিন্তু তোমার মতো বয়সের কাছে ফিরে যাওয়া সম্ভব নয়।তোমার ছোট ভাই বোনদের যত্ন নিও। এরা তোমাকে ফলো করবে তাই তোমার পথচলা সবসময় সাবধানে থাকবে। জীবনে কখনো বড়দের সাথে বেয়াদবি আচারণ করবে না। মানুষের কষ্টের দীর্ঘশ্বাসের ফলাফল খুব ভয়ানক। আল্লাহর কাছে সবসময়ই প্রার্থনা করবে সহজ সরল পথে চলতে আর হেদায়েত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হতে। কুরআন শরীফ পাঠ করবে নিয়মিত কবরস্থানে গিয়ে পাঠ করার চেষ্টা করবে সবসময়।
এখন তুমি নিজের কাজ নিজে করবে কাপড় ধোঁয়া ,গোছানো,রান্না শিখা।
ছেলে হিসেবে জন্ম গ্রহণ করেছো তাই পরিবারের দায়িত্ব নিতে হবে। কোন সমস্যায় পড়লে পরিবারের সাথে পরামর্শ নিবে।সংকোচ করিও না পরামর্শ নিতে। তোমার ছোট চাচ্চু,সেজু ,মেজু চাচ্চুদের সাথে সবকিছু শেয়ার করবে তাদের মনে কষ্ট আসবে এমন আচরণ করবে না কখনো। জীবনে চলার পথে অনেক ভুল হবে হতাশ না হয়ে শুধরে নিও। পরিবারের ছোটদের সবসময় আদর করবে তাদের সাথে থেকে ভালোভাবে জীবনের পথ চলতে সাহায্য করা তোমার দায়িত্ব। ছোট জীবনে বড় কিছু হওয়ার জন্য ব্যস্ত হয়োও না। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যেনো সহজ সরল পথে তোমাদের পরিচালিত করে।
পৃথিবীতে যখন আমি থাকবো না তখন আমার ভাই ,বোনদের কাছে আমাকে খুঁজে নিবে।
জীবনে চলার পথে লোভ ,অহংকার,আমিত্বের ভাব এড়িয়ে চলবে। যখন একা থাকবে মনে মনে রবের জিকির করবে ,
পৃথিবীর সব দরজা বন্ধ থাকলে ও রবের দরজা বান্দার জন্য সবসময় খোলা থাকে।
তোমার মায়ের কথামতো চলবে সংসারের কাজে সহযোগিতা করবে।
আল্লাহ তোমাকে আলোকিত মানুষ করুক।
আজ এই পযন্ত অনেক দোয়া তোমার জন্য।

ইতি
তোমার বাবা
(আতিকুর রহমান )

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট