মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই মাসে আহত বীর মুক্তিযোদ্ধারা, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা।
ঘোষণাপত্র পাঠের মাধ্যমে জাতির ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবগাথা স্মরণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রতি নতুন করে অঙ্গীকার প্রকাশ করা হয়।
প্রফেসর ইউনূস তাঁর ভাষণে বলেন—
“জুলাই মাস বাঙালির আত্মত্যাগ, জাতীয় ঐক্য এবং সংগ্রামের এক গুরুত্বপূর্ণ সময়। এই ঘোষণাপত্র দেশের ভবিষ্যৎ গঠনে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,
“যেসব শহীদ আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও দায়িত্ব নিতে হবে।”
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে উপস্থিত অতিথিদের জন্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন তাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে একটি নতুন দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
Leave a Reply