নিজস্ব প্রতিবেদকঃ
বাশঁখালী থানার অন্তর্গত কালীপুর ইউনিয়নের কোকদন্ডী ৩নং ওয়ার্ড এর মৃত সিরাজুল ইসলাম এর পুত্র চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহেদুল ইসলাম (৩২) গত ২৪/৭/২০২৪ তারিখে সন্ধ্যানাগাদ কোকদন্ডীর জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেন রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সর্বশেষ সংগঠিত মুরাদপুরের নাশকতার ঘটনায় উষ্কে দেওয়া ও সরাসরি উপস্থিত থেকে ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন। শাহেদের নামে ইতিপূর্বে পেকুয়া থানার রাজাখালী ইউনিয়নে ৮৫ পিস ইয়াবা সহ পুলিশের কাছে ধরা পরেন এবং পরবর্তীতে এ বিষয় এ মামলা হয় পেকুয়া থানায়।শাহেদের নামে এছাড়াও মাদক মামলা ও বঙ্গবন্ধুর মোরাল ভাঙ্গা সহ নানা নাশকতার মামলা রয়েছে।সে আগেও মাদক মামলায় গ্রেপ্তার ছিল, দীর্ঘদিন কারাভোগের পর সে মুক্ত হয়ে পুনরাত বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়।
Leave a Reply